এর কি মানুষ নাকি জানোয়ার, কতটা নিচে নাম্লে এমন জঘন্য কাজ করতে পারে আপন বাবা মা.........।। -

এমন মা বাব করো যেন না থাকে। হোক সৎ বা আপন। হায়রে নিয়তি! ভারতের কেরালা রাজ্যে ১৩ বছর বয়সী মেয়েকে দিয়ে দুই বছর ধরে যৌনব্যবসা করে আসছেন তার বাবা-মা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যৌনব্যবসায় বাধ্য করা মেয়েটির মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটিকে একটি রাষ্ট্রীয় আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। মেয়েটি অভিযোগ করে বলেছেন, পুরুষের সাথে মেলামেশা করতে তার বাবা- মা তাকে বাধ্য করতেন এবং অত্যাচার চালাতেন। একটি নিউজ চ্যানেলকে সে জানায়, তার সাথে যৌন সম্পর্ক করতে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৩ হাজার রুপি নিত বাবা-মা। পুলিশ জানিয়েছে, মেয়েটির সাথে যৌন সম্পর্ক করত এমন ২৫ থেকে ৪০ জন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে। এছাড়া এ মামলায় জড়িত আরও ১০ জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির আরও ৭টি সৎ ভাইবোন রয়েছে উল্লেখ করে তারা আরও জানায়, মেয়েটির মায়ের বয়স ৩৭ বছর। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ২৪ বছর। আর ছোটটির ৪। তার ৫৫ বছর বয়সী স্বামী একজন ড্রাইভার; যে গ্রাহকদেরকে তার মেয়ের ছবি দেখিয়ে আমন্ত্রণ জানাতো। এই পরিবারটি রাজ্যের উত্তরে মালাপ্পুরম জেলার কোটাকাল শহরে বসবাস করত। প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে একই ধরনের ঘটনার কারণে কেরালার পুলিশ এক বাবাকে গ্রেপ্তার করে। তিনি টাকার বিনিময়ে তার ১৭ বছর বয়সী মেয়েকে ২০০ পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত করান। -
ওদের কঠিন শাস্তি হওয়া দরকার। যেন ওদের দেখে আরো কেউ এমন দুঃসাহস না পায়।
 See more at: http://bangla.timesofdhaka.com/index.php?page=des&cid=45&news_id=9749#sthash.DMdVRSWo.dpuf

Comments

Popular posts from this blog

Free online Game Play

live gaming zozo

Live beautiful new York City square