যেভাবে তৈরি হল ‘জলের ব্রিজ’
ব্রিজ তাও আবার জলের। হয় নাকি? আপনার স্বপ্ন ও বাস্তবতার মধ্যেকার এই মিশেল এতদিন কেবল ওয়াটার পার্কে বা ছোটোদের পার্কেই সম্ভব ছিল। আপনার এই সব ধারণা এক নিমেষে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট জার্মানির ম্যাজবার্গ ওয়াটার ব্রিজ।
২০০৩ সালের অক্টোবরে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ। এলেব ও হাভেল ক্যানেলের মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই ব্রিজ তৈরির কাজ শুরু হয় ১৯০৫ সালে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেমে যায় ব্রিজ তৈরির কাজ। বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডাযুদ্ধকালীন সময়ে পূর্ব জার্মানি থামিয়ে দেয় ব্রিজ তৈরির কাজ। পূর্ব ও পশ্চিম জার্মানির কাছে এই ব্রিজের গুরুত্ব কার্যত অপ্রয়োজনীয় হয়ে যায়। ফের কাজ শুরু হয় ১৯৯৮ সালে। ২৪,০০০ স্টিল ও ৬৮০০০ কনক্রিট দিয়ে পাঁচ বছর শেষে তৈরি হয় ম্যাজবার্গ ওয়াটার ব্রিজ।
Comments