ভোলায় যাত্রীবাহী লঞ্চে ককটেল নিক্ষেপ
ভোলায় যাত্রীবাহী লঞ্চে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় ভোলার খেয়াঘাটে ভোলা-ঢাকা রুটে চলাচলকারী দিঘলদী লঞ্চে এ ঘটনা ঘটে।
লঞ্চঘাটের ঘাট ব্যবস্থাপক মো. খোকন জানান, লঞ্চটি খেয়াঘাট থেকে ছাড়ার পর নদীর পাড় থেকে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি লঞ্চের সামনের ডান পাশে আঘাত করে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান মনির জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
তথ্য সুত্রঃ আরটিএনএন
http://news.muktojibon.com/?p=12061
http://news.muktojibon.com/?p=12061
Comments