খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ইইউ প্রতিনিধি দলের কোন সদস্য। ৬ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্রিশ্চিয়ান দান প্রেদা (রোমানিয়ান)। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া), ব্রিজিটি বাটেইলি, মার্সিন গাসিক, লেভেন্তে সাসি। বিএনপির পক্ষে খালেদা জিয়া ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান. চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

Free online Game Play

live gaming zozo

Live beautiful new York City square