জানেন কি, মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে কি ক্ষতি হয়? -
"A blog about social networking and web design." Health Tips For All, Entertainment, News. Its Fine and Lovely.
এক্সক্লুসিভ ডেস্ক: রাতের বেলা অধিকাংশ মানুষই মাথার কাছে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে। যারা এ কাজ করেন তারা ঘুমানোর আগে বালিশের পাশে কিংবা বিছানার ওপর না রেখে কিছু দূরে কোনো কিছুর ওপরে ফোনটি রাখবেন। এতে ফোনের রেডিয়েশন থেকে ঘুম নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত আপনার মস্তিষ্কের উপর চাপ পড়ছে। এর ফলে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই মারাত্বক। সাধারণত দেখা যায়, যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে উঠে গিয়ে ফোন বন্ধ করতে হবে। তাই অলসতা সহজেই কেটে যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা ফোন পাশে রেখে ঘুমান, আগে সেটা বন্ধ করতে হবে। ফোন থেকে নীল রঙের যে আলো নির্গত হয় তা মস্তিষ্ককে জাগিয়ে রাখে বলে ঘুম নষ্ট হয়। যদিও কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব থেকেও এ ধরনের আলো নির্গত হয় কিন্তু ঘুমানোর আগে আপনার ছোট স্মার্টফোনটির ব্যবহারে ক্ষতি বেশি হয়। মোবাইল ফোন বালিশের পাশে না রেখে কিছুটা দূরে সরিয়ে রাখলে ঘুম ভালো হয়। বালিশের পাশে বা নিচে পড়ে থাকা ফোনটিতে কল এলে আচমকা ঘুম ভেঙে যায়। বিছানায় ফোন সঙ্গী করে ঘুমানোর এই অস্বাস্থ্যকর অভ্যাসটি থেকে মুক্তি পেতে এবং শান্তিমতো ঘুমাতে বেশকিছু পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ২৩ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=56574&page=8#sthash.bJqxVMka.dpuf
এক্সক্লুসিভ ডেস্ক: রাতের বেলা অধিকাংশ মানুষই মাথার কাছে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে। যারা এ কাজ করেন তারা ঘুমানোর আগে বালিশের পাশে কিংবা বিছানার ওপর না রেখে কিছু দূরে কোনো কিছুর ওপরে ফোনটি রাখবেন। এতে ফোনের রেডিয়েশন থেকে ঘুম নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত আপনার মস্তিষ্কের উপর চাপ পড়ছে। এর ফলে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই মারাত্বক। সাধারণত দেখা যায়, যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে উঠে গিয়ে ফোন বন্ধ করতে হবে। তাই অলসতা সহজেই কেটে যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা ফোন পাশে রেখে ঘুমান, আগে সেটা বন্ধ করতে হবে। ফোন থেকে নীল রঙের যে আলো নির্গত হয় তা মস্তিষ্ককে জাগিয়ে রাখে বলে ঘুম নষ্ট হয়। যদিও কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব থেকেও এ ধরনের আলো নির্গত হয় কিন্তু ঘুমানোর আগে আপনার ছোট স্মার্টফোনটির ব্যবহারে ক্ষতি বেশি হয়। মোবাইল ফোন বালিশের পাশে না রেখে কিছুটা দূরে সরিয়ে রাখলে ঘুম ভালো হয়। বালিশের পাশে বা নিচে পড়ে থাকা ফোনটিতে কল এলে আচমকা ঘুম ভেঙে যায়। বিছানায় ফোন সঙ্গী করে ঘুমানোর এই অস্বাস্থ্যকর অভ্যাসটি থেকে মুক্তি পেতে এবং শান্তিমতো ঘুমাতে বেশকিছু পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ২৩ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=56574&page=8#sthash.bJqxVMka.dpuf
Comments